সিলেটের এমসির ছাত্রাবাসে ধর্ষণ মামলার আসামি তারেক ও মাহফুজকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার দুপুরে প্রথমে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড চায়। এ সময় আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেলে পুলিশ একই আদালতে হাজির করে মামলার ২ নম্বর আসামি তারেককে। এ সময় আদালতে রিমান্ড প্রার্থনা করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিলেটের আদালত পুলিশের এসি প্রসিকিউশন অমূল্য কুমার চৌধুরী জানিয়েছেন- তারেক ও মাহফুজকে আদালত ৫ দিনের রিমান্ড দিয়েছেন। এ নিয়ে এ মামলায় মোট ৮ জন আসামি রিমান্ডে গেলো।
শুক্রবার সন্ধ্যায় সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করেছিলো আসামিরা।মাহফুজ
এ ঘটনায় ধর্ষিতার স্বামী বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখ করে সিলেটের শাহপরান থানায় ধর্ষণ মামলা দায়ের করেছিলেন।