জল্পনার অবসান ঘটালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি সুপ্রিম কোর্টের বিচারকের শূন্য পদে মনোনয়ন দিলেন এমি কোনি ব্যারেটকে (৪৭)। তাকে পাশে রেখে হোয়াইট হাউজের রোজ গার্ডেনে অতুলনীয় কৃতীত্বের অধিকারী একজন নারী হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। যদি তাকে এখন সিনেটররা অনুমোদন করেন তাহলে প্রয়াত বিচারক রুথ ব্যাডার গিন্সবার্গের শূন্যপদে স্থলাভিষিক্ত হবেন ব্যারেট। ৩রা নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে এই মনোনয়ন নিয়ে সিনেটে তিক্ত বিতর্ক হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, প্রেসিডেন্ট পদে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন বিচারপতি নিয়োগ প্রক্রিয়া প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত স্থগিত রাখার আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন, নির্বাচিত প্রেসিডেন্টের জন্য এই কাজটি রেখে দিতে।
কিন্তু সে কথায় কর্ণপাত করেন নি ট্রাম্প। তিনি তড়িঘড়ি করে এই পদে একজন নারীকে মনোনয়নের ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী, শনিবার এমি কোনি ব্যারেটের নাম ঘোষণা করেন। বলেন, এমি সংবিধানের প্রতি অনুগত।