মূল্যায়ন ছাড়া নবম শ্রেণিতে অটো প্রমোশন হবে না বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। এছাড়া এইচএসসি পরীক্ষার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
আজ বৃহস্পতিবার বোর্ড চেয়ারম্যানদের সভা শেষে তিনি এ কথা বলেন। জিয়াউল হক জানান, নবম শ্রেণির ক্ষেত্রে পূর্বের ক্লাস, সংসদ টিভির ক্লাস থেকে মূল্যায়ন করা হবে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপপরিদর্শক রবিউল আলম। তিনি জানান, এইচএসসি পরীক্ষা ও স্কুল খোলাসহ শিক্ষা বিষয়ক বিভিন্ন সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। দুপুর সোয়া ২টায় ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক।