Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ট্রাম্প

নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নরওয়ের রাজনীতিবিদ টিব্রিং জেড্ডে এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম উত্থাপন করেন। সম্প্রতি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনে চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক এ চুক্তির মধ্যস্থতা করেছেন ট্রাম্প। এছাড়া, অন্যান্য আরব রাষ্ট্রগুলোকেও ইসরাইলের সঙ্গে শান্তি বজায়ে কাজ করেছেন তিনি। এ কারণে এবার তাকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।

স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরাইলের বৈরী সম্পর্ক বিরাজ করে। এরমধ্যে আরব-ইসরাইল যুদ্ধও হয় তিনবার। দীর্ঘ এ সময়ে তিনটি আরব দেশ ইসরাইলের সঙ্গে চুক্তি করেছে, যার সর্বশেষ সংযুক্ত আরব আমিরাত। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পই এই চুক্তির মধ্যস্থতা করেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top