জাতীয় ক্রিকেট দলের ওপেনার সাইফ হাসানের করোনা ধরা পড়েছে। বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছে একটি সূত্র। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এখনো পর্যন্ত।
গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোট ২৪ জনের কোভিড-১৯ পরীক্ষা করায়। এদের মধ্যে ১৭ জন ক্রিকেটার ও ৭ জন সাপোর্ট স্টাফ। আজ (মঙ্গলবার) প্রাপ্ত ফলাফল থেকে জানা যায়, জাতীয় দলের একজন ক্রিকেটার ও একজন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্র নিশ্চিত করেছে, সাইফের সঙ্গে করোনা আক্রান্ত সাপোর্ট স্টাফ হলেন, জাতীয় দলের ইংলিশ ট্রেনার নিকোলাস লি।
আসন্ন শ্রীলঙ্কা সফর সামনে রেখে চলছে এই টেস্ট। ২৭শে সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে চার দফা করোনা টেস্টে করানো হবে তাদের।সোমবার শুরু হয়েছে প্রথম দফা পরীক্ষা।