Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

করোনাভ্যাক কয়েক হাজার কর্মকর্তার ওপর প্রয়োগ করেছে সিনোভ্যাক

কয়েক হাজার কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের ওপর করোনা ভাইরাসের টিকা করোনাভ্যাক প্রয়োগ করেছে চীনে এই টিকার প্রস্তুতকারক কোম্পানি সিনোভ্যাক। কোম্পানির মুখপাত্র লিউ পেইচেংকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। এতে বলা হয়, প্রায় ৩ হাজার কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছাভিত্তিতে এই টিকা নিতে বলা হয়েছে। করোনাভ্যাক নামের এই টিকাটি প্রস্তুত করেছে সিনোভ্যাক বায়োটেক। এর বিপুল পরিমাণ উৎপাদনের আগে চূড়ান্ত ও তৃতীয় দফার ক্লিনিক্যাল পরীক্ষা চলছে এখন। চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)-এর সিনিয়র ম্যানেজার ঝাং ইনান। তিনি বলেছেন, তাকেও এই টিকা দেয়া হয়েছে। তিনি বলেছেন, পশুর ওপর এই টিকার পরীক্ষা চালানোর পর এই টিকা আমি নিজে নিয়েছি স্বেচ্ছায়।উদ্দেশ্য, এই টিকা কতটা নিরাপদ ও কার্যকর তা যাচাই করা। আমার মতো ১৫০ জন কর্মচারী এই টিকা নিয়েছেন। উল্লেখ্য, সিএনবিজির প্রস্তুতকৃত টিকা পরীক্ষা করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ৩৫ হাজার অধিবাসীর ওপর।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top