রাজশাহী থেকে অপহরণের ১১দিন পর টাঙ্গাইলের মির্জাপুরে খোঁজ মিলেছে ব্যাংক কর্মকর্তা আকতারুজ্জামান কচির।মঙ্গলবার রাত ৯টা ৩৫ মিনিটে মির্জাপুর গোড়া ইউনিয়নের নাসির গ্লাসের সামনে চোখ বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে যায় দুবৃর্ত্তরা। পরে খবর পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন তাকে নিয়ে মির্জাপুর থানায় আসে।এ আর এম আখতারুজ্জামান ওরফে কচি (৫০) এক্সিম ব্যাংক বগুড়া শাখার সিনিয়র এ্যাসিসট্যান্ট ভাইস প্রিন্সিপ্যাল (এসএভিপি)। বর্তমানে তিনি বরখাস্ত আছেন। কচি রাজশাহীর বোয়ালিয়া থানার শিরুইল মঠপুকুর গ্রামের আফছার উদ্দিন আহমেদের ছেলে।জানা গেছে, গত ২১ জানুয়ারি দুপুর দেড়টার দিকে রাজশাহী নিউমার্কেট এলাকা থেকে অপহরণ হয় কচি। মাইক্রোবাসে দুটি লোক তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনা প্রত্যক্ষ করেছেন মহানগর রাজশহী প্রেসের কর্মকর্তা জিয়াদুর রহমান।
অপহরণের পর ওইদিনই কচির বাবা আফছার উদ্দিন আহমেদ বাদী হয়ে রাজশাহী সদর থানায় একটি অপহরণের মামলা করেন। মামলা নং: ৩৪।
অপহরণের পর ওইদিনই কচির বাবা আফছার উদ্দিন আহমেদ বাদী হয়ে রাজশাহী সদর থানায় একটি অপহরণের মামলা করেন। মামলা নং: ৩৪।
Share!