Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

স্পেনের বড় জয়, ফাতি-রামোসের ইতিহাস

আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই অনন্য এক কীর্তিতে নাম লেখালেন আনসু ফাতি। রোববার ইউক্রেনের বিপক্ষে উয়েফা নেশন্স লীগের ম্যাচে স্পেনের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন বার্সেলোনার এই উঠতি ফরোয়ার্ড। আর জোড়া গোলের সুবাদে আন্তর্জাতিক ম্যাচে ডিফেন্ডারদের মধ্যে সর্বাধিক গোলের রেকর্ড গড়েছেন সার্জিও রামোস। ম্যাচে ইউক্রেনকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে স্পেন। লা রোহাদের পক্ষে চতুর্থ গোলটি করেন ফেরান তোরেস।
১৭ বছর ৩১১ দিন বয়সী ফাতি ভেঙে দিয়েছেন হুয়ান এরাজকুইনের ৯৫ বছরের রেকর্ড। ১৯২৫ সালে সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ৩৪৪ দিন বয়সে গোল করেন প্রয়াত ফুটবলার এরাজকুইন।
আন্তর্জাতিক অঙ্গনে ডিফেন্ডারদের মধ্যে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এতদিন পর্যন্ত ছিল আর্জেন্টিনার ড্যানিয়েল পাসারেল্লার (২২) দখলে। ইউক্রেনের বিপক্ষে জোড়া গোলের সুবাদে রামোসের গোল দাঁড়ালো ২৩টি।
এদিন এস্তাদিও আলফ্রেডো ডি স্তেফানো স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় স্পেন।ডিবক্সে আনসু ফাতি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন রামোস। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন তিনি। ৩ মিনিট পর ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোল করেন ফাতি। আর ৮৪তম মিনিটে ফেরান তোরেসও প্রথম আন্তর্জাতিক গোলের স্বাদ নেন।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top