আগের মেলাগুলোতে আরিফ আজাদের ‘প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ বই দুটি বেস্টসেলার ছিল। বেস্টসেলারের পাশাপাশি বইগুলো নিয়ে তর্ক-বিতর্কও কম চলেনি। আগের বইগুলোর মতো আরিফ আজাদের নতুন বইটিও বেশ সাড়া ফেলেছে। বইটির কাটতি নিয়েও আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
এবারের বইমেলায় সর্বাধিক বিক্রীত বইয়ের মধ্যে অন্যতম ‘বেলা ফুরাবার আগে’ বইটি নিয়ে এবার বেশ কয়েকটি প্রশ্ন ছুড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।শনিবার নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে তিনি লেখেন,‘আরিফ আজাদের বই এতো চলে কেন? আত্ন-উন্নয়নমূলক এতো বিক্রি হচ্ছে কেন? এসব নিয়ে বেশ ক্ষুদ্ধ কিছু মানুষ। আমার কথা হচ্ছে, আপনার সমস্যা কি? আপনার টাকা দিয়ে কিনে তারা এসব বই? আর আপনার রুচি সেরা রুচি এ সনদ আপনাকে কে দিল? আপনার বই কেউ কিনেনা বা আপনার পছন্দমতো বই কেনা হয়না এর দায় আরিফ আজাদদের ওপর কেন? স্টপ দিস ননসেন্স!