Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

তাঁবুতে থাকতে হয়নি এদেশের মানুষ করোনায় আক্রান্ত হয়ে: স্বাস্থমন্ত্রী

দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো ছিল বিধায় করোনায় আক্রান্ত হয়ে কোন মানুষকে তাঁবুতে থাকতে হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, করোনা আক্রান্তদের হাসপাতালে রেখেই চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আমাদের দেশের চেয়ে বহিঃবিশ্বে করোনায় বেশি আক্রান্ত হওয়ায় তাদের তাঁবুতে থেকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বাংলাদেশে তা হয়নি। তবে করোনা ঠেকাতে হলে সবাইকে মাস্ক পরে ঘর থেকে বের হওয়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী। শনিবার দুপুরে সাটুরিয়ার বটতলায় সাটুরিয়া ও বালিয়াটি বাজারের প্রায় ৮ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, পার্শ্ববতী দেশ ভারতে প্রতিদিন ৭০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। প্রতিদিন মারা যাচ্ছে এক হাজারের বেশি মানুষ। সে তুলনায় বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে ৩০ থেকে ৪০ জনের মধ্যে মৃত্যু উঠানামা করছে।

মোট ৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। সুস্থ্যতার হার ৭০ ভাগের উপরে। অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনার প্রাদুর্ভাব কমে আসছে। সেই সঙ্গে মৃত্যুর হারও কমে গেছে। ইতিমধ্যেই চীনের ভ্যাকসিন পরীক্ষার জন্য অনুমতি দেয়া হয়েছে। আরো দেশেরে সাথে ভ্যাকসিন পেতে আলোচনা চলছে বলে তিনি জানান। তবে স্বাস্থ্য সুরক্ষা থাকার জন্য অব্যশই মাস্ক পরতে হবে।

সাটুরিয়া উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, প্রকল্প পরিচালক মোঃ মনজুরুল ইসলাম, ইউএনও আশরাফুল আলম, সহকারি কমিশনার ভূমি সাবিহা ফাতেমাতুজ জোহরা, আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন, সাটুরিয়ার ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু, ইউপি চেয়ারম্যান মোঃ রহুল আমিন, গোলাম হোসেন গোলাম, মোয়াজ্জেম হোসেন খান সহ ছাত্রলীগ ও যুবলীগের নের্তৃবন্দ উপস্তিত ছিলেন
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top