রেজাউল করিম বাগমারা প্রতিনিধি রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের মদাখালী বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মদাখালী বাজার ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা সহ- তাদের বিভিন্ন প্রকার সমস্যার সমাধান। সেই সাথে ব্যবসায়ীদের দোকানের নিরাপত্রার নিশ্চয়তার পাশাপাশি বাজারের পরিবেশ ঠিক রাখা। উদ্দেশ্য ত্রি-বার্ষিক বাজার কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠন উপলক্ষে মদাখালী বাজার হাট সিটে এক সভার আয়েজন করেন মদাখালী বাজার ব্যবসায়ীবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান কে সভাপতি ও সহ- সভাপতি সাজেদুর রহমান ও মিজানুর রহমান মাষ্টারকে সাধারণ সম্পাদক এবং আঃ মান্নান কে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে। ( ৬ আগষ্ট ২০২০ বৃহস্পতিবার) সকাল ৯,৩০ মিনিটে মদাখালী বাজার হাট সিটে বাজার পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভায় উপস্তিত ছিলেন আতাউর রহমান, সাজেদুর রহমান, মিজানুর রহমান মাষ্টার, আঃ মান্নান প্রামানিক, রমেশ চন্দ্র, মকলেছুর রহমান,রহিদুল ইসলাম, জাকিরুল ইসলাম সহ- প্রমুখ । উক্ত সভায় মদাখালী বাজারের সকল ব্যবসায়ী ও সুধীমহল উপস্তিত ছিলেন।
বাগমারায় মদাখালী বাজার পরিচালনা কমিটি গঠন
Share!