ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক চুক্তির পেছনে বড় ভূমিকা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার। গত ১৩ই আগস্ট চুক্তিটি ঘোষণার পর থেকে উপসাগরীয় দেশগুলো সফর করে বেড়াচ্ছেন তিনি। সে ধারাবাহিকতায় মঙ্গলবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বা এমবিএসের সঙ্গে এক বৈঠক করেছেন তিনি। বৈঠকে ওঠে এসেছে ইসরাইল-ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়া, দুই পক্ষের মধ্যে ফের আলোচনা শুরুর প্রয়োজনীয়তা, ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা। এ খবর দিয়েছে আরব নিউজ।
সৌদি বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, কুশনার ও এমবিএস ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে ‘দীর্ঘমেয়াদী ও টেকসই শান্তি অর্জন’ প্রসঙ্গে কথা বলেছেন। এছাড়া, সকল ক্ষেত্রে সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করা বিষয়েও আলোচনা হয়েছে। যেভাবে সম্পর্ক স্থাপনে অঞ্চলটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জন হবে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যাবে, সেভাবে সম্পর্ক জোরদার করতে চায় তারা।
কুশনার ও এমবিএসের বৈঠকটিতে আরো উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।
এদিকে, সৌদিতে ভ্রমণের আগে বাহরাইনের বাদশাম মানামার সঙ্গেও বৈঠক করেছেন কুশনার। এর আগে ইসরাইল থেকে সংযুক্ত আরব আমিরাতে যান তিনি। দুই দেশের মধ্যকার প্রথম সরাসরি বাণিজ্যিক ফ্লাইটে করে ওই সফর করেন তিনি।
এবার সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনায় কুশনার, ইসরাইল-ফিলিস্তিন ইস্যুতে
Share!