লিওনেল মেসির ভবিষ্যত নিয়ে কথা বলতে বার্সেলোনায় পৌঁছেছেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বিমান থেকে মাটিতে পা রাখতেই তাকে ঘিরে ধরেন সাংবাদিকরা। এল প্রাত বিমানবন্দরের টার্মিনালে সাংবাদিকদের তেমন কোনো তথ্য দেননি হোর্হে মেসি। সংবাদমাধ্যম দেপোর্তেস কুয়াত্রোর (ডিসি) কিছু প্রশ্নের উত্তরে তিনি যা বলেছেন-
ডিসি: হোর্হে, হ্যালো… লিও কি বার্সা ছেড়ে যাচ্ছে?
হোর্হে: আমি জানি না
ডিসি: বিষয়টি কীভাবে দেখছেন?
হোর্হে: কঠিন
ডিসি: বার্সেলোনায় থাকা কঠিন?
হোর্হে: হ্যাঁ
ডিসি: ম্যানচেস্টার সিটি কি ভালো অপশন?
হোর্হে: আমি জানি না।
ডিসি: পেপের (গার্দিওলা) সঙ্গে কি কথা হয়েছে আপনার, আর তিনি কি আপনাকে বলেছেন যে, বার্সেলোনায় থেকে যাওয়াই ভালো হবে?
হোর্হে: আমি পেপের সঙ্গে কথা বলিনি
ডিসি: পেপের সঙ্গে কথা বলেননি?
হোর্হে: না, কারো সঙ্গেই কথা হয়নি
ডিসি: বার্সেলোনায় মেসির ভবিষ্যত কেমন দেখছেন?
হোর্হে: কঠিন, কঠিন।
ধারণা করা হচ্ছে বার্সেলোনার সঙ্গে আলোচনার পরই মেসির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তার বাবা।