Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

পোশাক শিল্পের সম্প্রসারণ নিয়ে চতুর্থ সভা আগামীকাল

তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ ও সহজীকরণ বিষয়ক টাস্কফোর্সের চতুর্থ সভা আগামীকাল।

বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় এই সভায় অংশ নেবেন পোশাক খাতের ৩ সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ’র প্রতিনিধিদল।

সভায় শ্রম অধিকার, টেড ইউনিয়নসহ তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হতে পারে। বর্তমানে কোন একটি পোশাক কারখানা সম্প্রসারণে ১৯টি দপ্তর থেকে অনুমতি নিতে হয়। এ অবস্থায় কোন একটি নির্দিষ্ট দপ্তর থেকে সার্বিক সমন্বয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়াকে ওয়ানস্টপ সার্ভিসের আওতায় আনার প্রস্তাব দিতে পারে পোশাক খাতের সংগঠন ৩টি। সভায় আলোচনার ইস্যু হতে পারে গার্মেন্টস পল্লীর বিষয়টিও।

এর আগে, মুন্সিগঞ্জে জমি অধিগ্রহণ বাবদ প্রায় ৭৭৮ কোটি টাকা মুন্সিগঞ্জ জেলা প্রশাসনকে নির্দিষ্ট সময়ে পরিশোধে ব্যর্থ হয় বিজিএমইএ। ফলে প্রক্রিয়াটি বাতিল হয়ে যায়। গেল সভায় আবার নতুন করে অধিগ্রহণ প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়। যার অগ্রগতি আলোচিত হতে পারে আগামীকালের সভায়।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top