চট্টগ্রাম মহানগরে সিএনজি অটোরিক্সায় আজ থেকে কার্যকর হচ্ছে বর্ধিত ভাড়া।
তবে এখনো বেশিরভাগ অটোরিক্সায় লাগানো হয়নি মিটার। এরজন্য মালিকদের দায়ি করেন চালকরা।
তবে মালিক পক্ষ বলছে, বৈধ অটোরিক্সায় মিটার সংযোজনে প্রশাসন কড়াকড়ি করলেও রেজিষ্ট্রেশনবিহীন অটোরিক্সার ব্যাপারে কোন ব্যবস্থা নেয়নি তারা। আর প্রশাসন বলছে, মিটার সংযোজন না করলে ব্যবস্থা নেয়া হবে।
Share!