লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে এস্পানিয়লের বিপক্ষে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ।
১৯ গোল কোরে বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজের সাথে যৌথভাবে উঠে এলেন শীর্ষ গোলদাতার তালিকায়। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের সাত মিনিটে গোল উৎসবের সূচনা করেন করিম বেনজেমা।
৫ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন সি আর সেভেন। এরপর ম্যাচের ১৬ মিনিটে হামেশ রদ্রিগেজ ও প্রথমার্ধের শেষ মিনিটে রোনালদো নিজের দ্বিতীয় গোল করলে ৪-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রিয়েল। দ্বিতীয়ার্ধে আক্রমনের ধার বাড়ায় গ্যালাক্টিকোরা।
৮২ মিনিটে হেড থেকে গোল কোরে নিজের হ্যাটট্রিক পুরো করেন রোনালদো। আর ম্যাচ শেষ হওয়ার আগে এস্পানিওলের হয়ে অভিষিক্ত অস্কার দুয়ার্তের আত্মঘাতি গোলে ৬-০ এর জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকল জিনেদিন জিদানের শীষ্যরা।