ইউরোপে পৌঁছানোর পর গেলো দুই বছরে নিখোঁজ হয়েছে ১০ হাজার অভিবাসন প্রত্যাশী শিশু।
ইউরোপীয় ইউনিয়ন পুলিশের গোয়েন্দা বিভাগ এই তথ্য জানিয়েছে। বিভিন্ন দেশে নিবন্ধন করার পর অনেক শিশু আশ্রয়কেন্দ্র থেকে হারিয়ে যায় বলে জানিয়েছে, ইউরোপিয়ান পুলিশ অফিস-ইউরোপোল।
ইউরোপ জুড়ে নিখোঁজ হওয়া অভিবাসী শিশুর সংখ্যা এবারই প্রথমবারের মতো প্রকাশ করলো সংস্থাটি। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠি ও পাচারকারী চক্র এসব শিশুদের ক্রীতদাস ও যৌনকর্মী হিসেবে ব্যবহার করছে, এমন আশঙ্কার কথা জানিয়েছে ইউরোপোল। সেভ দ্য চিলড্রেন জানায়, গেলো বছর ২৬ হাজার অভিভাবকহীন শিশু ইউরোপে পা রেখেছে।
Share!