Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

শাহজালাল বিমানবন্দরে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি টাকা সমমূল্যের ৫ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস বিভাগ। সৌদি আরবের জেদ্দা থেকে আগত ইসমাইল হোসেন সরকার নামের যাত্রীর ব্যাগের ভেতর বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।  যার বাজার মূল্য প্রায় ৩ কোটি  ১২ লাখ ২০ হাজার টাকা। আজ বিকেলে ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করার একপর্যায়ে দুপুর ১২ টায় জেদ্দা থেকে আগত ফ্লাইট নম্বর বিজি-৪১৩৬ এর যাত্রী ইসমাইল হোসেন সরকারকে তল্লাশি  করা হয়।  ব্যাগ স্ক্যানিং করলে ২টি জুসার মেশিন ও ২টি ডিজিটাল সাউন্ড বক্সের ব্যাটারির মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ৩২টি স্বর্ণবার পাওয়া যায়।  যার ওজন ৫ কেজি ২০০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি  ১২ লাখ ২০ হাজার টাকা।  এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top