রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী-৪ বাগমারা আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি এর নির্দেশনায় রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের ০৪নং ওয়ার্ড আওয়ামীলীগের -সভাপতি আলহাজ্ব মজিবর রহমান এর সুযোগ্য পুত্র মোঃ আসাদুল ইসলামের নিজস্ব অর্থায়নে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ হতদরিদ্র নারী পুরুষের মাঝে খাদ্য সামগী বিতরণ করা হয়। শনিবার ২৫ এপ্রিল ২০২০ বিকাল ৪ ঘটিকার সময় ঝাড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঝাড়গ্রামের ১৫০ জন পরিবারের মাঝে খাদ্য সামগী হিসাবে প্রত্যককে পাঁচ কেজি করে চাল মিষ্টি কুমড়া ও সয়াবিন তৈল বিতরণ করা হয়। খাদ্য সামগী বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মোঃ গোলাম সারওয়ার আবুল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাগমারা উপজেলা আওয়ামীলীগ। গোলাম সারওয়ার আবুল বলেন ,উন্নত বিশ্ব যেখানে করোনা ভাইরাস মোকাবেলায় হিমসিম খাচ্ছে সেখানে আমাদের সর্তক হওয়া ছাড়া উপায় নাই। তিনি সকলকে পরিস্কার পরিছন্ন থাকার আহবান জানান। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্টানে ঝিকরা মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মোঃ আসাদুজ্জামান আসাদ ভাইস-চেয়ারম্যান বাগমারা উপজেলা পরিষদ। এ সময় উপস্তিত ছিলেন মোঃ আব্দুল হামিদ ফৌজদার চেয়ারম্যান ঝিকরা ইউনিয়ন পরিষদ,মোঃ মাণিক প্রামাণিক সাধারণ সম্পাদক ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ আবুবকর সির্দ্দিক সাবেক সভাপতি ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম প্রামাণিক সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝিকরা ইউনিয়ন পরিষদ,মোঃ জলিল মাষ্টার সাধারণ সম্পাদক বাগমারা উপজেলা যুবলীগ,আলহাজ্ব মোঃ আঃ সামাদ প্রামাণিক সাধারণ সম্পাদক ঝিকরা ইউনিয়ন যুবলীগ,শী কুশকুমার মৌত্র সাবেক সাধারণ সম্পাদক ০৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, মোঃ জালাল উর্দ্দিন মোঃ তোফাজল হোসেন সভাপতি যুবলীগ ০৪নং ওয়ার্ড, মোঃ শাহার আলী, মোঃ সাইদ খাঁ, মোঃ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক ০৪নং ওয়ার্ড যুবলীগ সহ-স্থানীয় নেতা কর্মীরা উপস্তিত ছিলেন।
বাগমারায় ঝাড়গ্রাম শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ।
Share!