বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। ফলে, কমেছে দাম। দেশের প্রায় প্রতিটি জেলায় স্থানীয়ভাবে উৎপাদিত সবজির পাশাপাশি মিলছে, অন্য জেলার সবজিও।
তবে, দরের হেরফের আছে, বিভাগভেদে। বিক্রেতারা জানালেন, দাম নিয়ে স্বস্তির এই সময়টা থাকবে, আরো কয়েকটা দিন।
মধ্য মাঘের সকালের এ ব্যস্ততা রাজধানীর কারওয়ানবাজার কাঁচাবাজারের। শীতের ধুসর প্রকৃতির ফিকেভাব কাটিয়ে এই বাজার অনেকটাই রঙিন হয়ে উঠেছে নানা রঙের সবজীতে।
সিম, কপি, গাজর, টমেটো মিলছে সবই। উৎপাদন ভাল, সরবরাহতেও ঘাটতি নেই। তাই দাম নিয়েও সন্তুষ্টি।
ক্রেতা কিছুটা কম থাকলেও, রাজধানীর নিউমার্কেট কাচাবাজারের ছবিটা অনেকটা একই রকম। রাজধানীর দুটি বাজারে দামের তেমন তারতম্য দেখা না গেলেও, দেশের ৫ টি বিভাগে এইসব সবজির দামের মধ্যে রয়েছে বেশ ফারাক।
এমনকি বেশ কিছু সবজীর দাম বিভাগ ভেদে পার্থক্য প্রায় দ্বিগুন।
যেমন ঢাকার খুচরা বাজারের ৪০ টাকার সিম রংপুরে ২০ টাকা। অন্যান্য বিভাগেও দামের রয়েছে হেরফের।
ঢাকার আশপাশের জেলাগুলোতে টমেটোর ফলন ভালো হওয়ায় রাজধানীতে দামও তুলনামূলক কম। বিক্রি হচ্ছে ১৫ টাকা দরে। তবে দাম বেশি রাজশাহীতে, পাওয়া যাচ্ছে ২৫ টাকায়।
আর বাধাকপি সবচেয়ে সস্তায় ৪ থেকে ৫ টাকা করে বিক্রি হচ্ছে রংপুরে। অন্যান্য জেলায় ১০ থেকে ২০ টাকার মধ্যে।
ফুলকপির দাম সবচেয়ে বেশী বরিশালে, ২৫ টাকা। অন্য জেলাগুলোতে ১০ থেকে ২০ টাকার মধ্যে।
আবহাওয়া অনুকূলে থাকলে এই দামে এমন টাটকা সবজি মিলবে আরো কয়েক সপ্তাহ, এমনটাই জানিয়েছেন বিক্রেতারা।