নতুন প্রজন্মের এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের এমডি খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। আজ সোমবার পরিচালনা পর্ষদের তিনি পদত্যাগপত্র দাখিল করেন। আজই তিনি ব্যাংক থেকে বিদায় নিয়েছেন।
ব্যাংকের চেয়ারম্যান তমাল এসএম পারভেজ বলেন, ‘এমডি অন্য ব্যাংকের চাকরির সুযোগ পেয়েছেন। আজ সকালে পদত্যাগ করেছেন। পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
সূত্র জানায়, গত ২৬ ডিসেম্বরের পর্ষদ সভায় এমডি রাশেদ মাকসুদ ছুটির আবেদন করেন। পর্ষদ তার ছুটিও মঞ্জুর করেছেন। এর মধ্যেই তিনি পদত্যাগ করলেন। তবে পদত্যাগের বিষয়ে খন্দকার রাশেদ মাকসুদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ব্যাংকের আগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলীসহ কয়েকজন পরিচালক ও তৎকালীন এমডি দেওয়ান মজিবুর রহমান ঋণ কেলেঙ্কারীতে জড়িয়ে পড়েন। কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ২০১৭ সালের মার্চে পদত্যাগ করেন তৎকালীন চেয়ারম্যান। এমডি দেওয়ান মজিবুর রহমানকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর ২০১৮ সালের এপ্রিলে ব্যাংকটিতে এমডি হিসেবে নিয়োগ পান খন্দকার রাশেদ মাকসুদ।