Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

রূপনগরের আগুন নিয়ন্ত্রণে, ২০০ ঘর পুড়ে ছাই

প্রায় ৩ ঘন্টার ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর মিরপুরের রূপনগর বস্তির আগুন। বুধবার সকালে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনতে দুপুর পর্যন্ত সময় লেগেছে ফায়ার সার্ভিসের ২৫ ইউনিটের। আগুনে পুড়ে গেছে প্রায় দুই শতাধিক ঘর। এছাড়া বস্তির পাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে আগুনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রূপনগরের রজনীগন্ধা অ্যাপার্টমেন্টের পেছনে ‘ট’ ব্লক বস্তিতে সকালের দিকে আগুনের সূত্রপাত হয়। সেখানে বাঁশ ও টিনের একটি ছাপরাঘরে প্রথমে আগুন লাগে। পরে এর গা ঘেঁষে থাকা অন্য ঘরগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।

সেখানকার বাসিন্দারা দ্রুত দৌড়ে বের হতে পারলেও কোনো মালামাল বের করতে পারেনি তাঁরা। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ১৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে দুই শতাধিক ঘর পুড়ে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন রূপনগর থানার পরিদর্শক কুমার দাশ।

তিনি বলেন, হতাহত হওয়ার ঘটনা ঘটেনি, তবে ২০০র মত ঘর পুড়ে গেছে। এখানে মূলত রিকশাচালক, দিনমজুর, পোশাক কারখানার কর্মীরাসহ অন্যান্য নিম্ন আয়ের মানুষেরা থাকেন। আগুন লাগার সময় অনেকেই কর্মস্থলে ছিলেন। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সম্পূর্ন নিশ্চিত নয়। আগুনের আসল কারণ তদন্তের পর জানা যাবে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top