অবশেষে দেশের প্রথম এক্সপ্রেসওয়ের উদ্বোধন হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এক্সপ্রেসওয়ের ঢাকা-মাওয়া-ভাঙ্গা অংশটি ভিডিও কলের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১২ মার্চ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের (এন-৮) যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ চার লেনে উন্নয়নের নিমিত্তে নির্মিত কাজের উদ্বোধন করা হবে।
এশিয়ান হাইওয়ের করিডোর-১ এর অংশ হিসেবে যাত্রাবাড়ী-মাওয়া এবং পাচ্চর-ভাঙ্গা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নয়ন প্রকল্পটি ২০১৬ সালের ৩ মে একনেক সভায় অনুমোদিত হয়।
Share!