বড়পর্দায় আবারও ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। প্রায় ১৩ বছরের দীর্ঘ বিরতির পর বর্তমানে তিনি দুটি ছবি ‘হাঙ্গামা টু’ এবং ‘নিকম্মা’ নিয়ে ব্যস্ত রয়েছেন। ২০০৩ সালের সুপারহিট কমেডি ছবি ‘হাঙ্গামা’র সিক্যুয়াল হচ্ছে ‘হাঙ্গামা টু’।
আফতাব শিবদাসানি ও রিমি সেন অভিনীত ওই ছবিটি সেই সময় প্রচুর প্রশংসা কুড়িয়েছিল। কিন্তু সিক্যুয়ালে থাকছেন না এই জুটি।
তবে পরেশ রাওয়াল থাকছেন সিক্যুয়েলে। নতুন সংযোজন হিসেবে থাকছেন শিল্পা শেঠি। বলিউডে ফিরে আসা নিয়ে শিল্পা শেঠি তার ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে শিল্পা শেঠি বলেন, ‘নতুন বছর, নতুন ছবি, নতুন চুলের কাট। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।’
Share!