Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

দিল্লিতে সেনাবাহিনী মোতায়েনে কেজরিওয়ালের আহ্বান

ভারতের রাজধানী দিল্লিতে নাগরিকত্ব আইকে কেন্দ্র করে সোমবার থেকে শুরু হওয়া সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েই চলছে, এ অবস্থার মোকাবিলা করতে দিল্লিতে সেনাবাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল টুইট বার্তার মাধ্যমে বলেন, “পরিস্থিতি বিপজ্জনক। দিল্লিতে সেনাবাহিনী মোতায়েন করা উচিৎ এবং সব এলাকায় কারফিউ জারি করা দরকার।”

অন্যদিকে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল অভয় দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তাবাহিনী মোতায়েন রয়েছে, ভয়ের কোন কারণ নেই।

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে গত সোমবার শুরু হওয়া সংঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এছাড়া ৭০ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top