চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আগামী ২৯ ফেব্রুয়ারি গাজীপুরের মেঘবাড়িতে বনভোজনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘চলচ্চিত্রের নবীন-প্রবীণ সব শিল্পীদের উপস্থিতিতে মুখরিত হবে এবারের বনভোজন। অতীতের তুলনায় এবার আরও জাঁকজমকপূর্ণ হবে। শিল্পীরা একটি দিন আনন্দ করবে, একে অন্যের সঙ্গে দেখা হবে, আড্ডা দেবে- এমন পরিবেশ তৈরি করতেই এই বনভোজনের আয়োজন। এবারের আয়োজনে কোনো কিছুর কমতি থাকবে না বলে আশা করছি। সবাইকে নিয়ে আনন্দঘন মিলনমেলা করতে চাই।’
Share!