Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বাগমারায় ঝিকরা ইউনিয়ন পরিষদের বেহাল দশা

রেজাউল করিম বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা ইউনিয়নের ঝিকরা বাজার সংলগ্ন  অবস্থিত ইউনিয়ন পরিষদ। এটি স্থাপিত হয় ১৯৬১ সালে। তৎকালীন চেয়ারম্যান বিশিষ্ট  সমাজ সেবক ঝিকরা ইউনিয়ন পরিষদের রুপকার মহুরম আকবর আলী এর আমলে ভবনটি নির্মাণ করা হয়েছিল।  বর্তমান ইউনিয়ন পরিষদের চরম বেহাল দশা। সারা দেশে দৃষ্টি নন্দন ইউনিয়ন পরিষদ ভবন তৈরি হলেও এখানে তার ব্যতিক্রম দেখার যেন কেউ নাই। ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান তার কার্যালয় এ খান থেকেই ৫৯ বছর যাবৎ ইউনিয়নের সকল কার্যক্রম পরিচালনা তথা সকল কিছু নির্ধারিত হয়েছে। চাল গম আটা ত্রাণসামগ্রী বিতরণ থেকে শুরু করে জন্ম সনদ মৃত্যু সনদ নাগরিকত্ব সনদপত্র ইত্যাদি।  ছবিতে যে ভবনটি দেখছেন সেটি বহুু পুরাতন আমলে নির্মিত এই ভবনের দেয়াল ও ছাদের প্লাষ্টার খসে পড়ছে। ইউনিয়ন পরিষদ ভবনের কক্ষে কার্যক্রম পরিচালনা করেছেন চেয়ারম্যান ও সচিব। এ ছাড়াও গুদাম ঘর গ্রাম পুলিশ কক্ষ একটি ও বেহাল অবস্থা। ছাদ থেকে খসে পড়ছে প্লাষ্টার।  বেশ কিছু জায়গায় বেরিয়ে পড়ছে রড। ভবনের আশেপাশে ময়লা আবর্জনা স্তুপ জমে উঠেছে। প্রতিটি চেয়ারম্যান পদপ্রার্থী তাদের নির্বাচনী ইশতেহারে যদিও বলে থাকেন ইউনিয়ন পরিষদের সংস্কারের কথা এবং নিয়মিত এখানে বসে পরিষদ পরিচালনার কথা কিন্তু নির্বাচিত হওয়ার পর তা আর দেখা যায় না। এই বিষয়ে বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ ফৌজদার বলেন.একটি আধুনিক ইউনিয়ন ভবনের জন্য জমির প্রয়োজন যার ফলে আটকে পড়ছে ২২ টি গ্রামের স্বপ্ন।  খুব জরুরী ভিত্তিতে ঝিকরা ইউনিয়ন পরিষদ কমপ্রেক্স ভবন বাজার সংগন্ন সুন্দুর স্থান দেখে নির্মাণ প্রয়োজন। ইউনিয়ন কার্যক্রমে গতিশীলতা আনতে স্থাণীয় প্রশাসন সহ- এলাকার সকলের দুষ্টি কামনা করছে ইউনিয়নবাসী।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top