Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা দলের একাংশের

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছে দলটির একাংশ। রোববার এইচ এম এরশাদ তাঁর ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করার একদিন পরেই এলো এই ঘোষণা। সোমবার রাতে গুলশানে রওশনের বাসায় দলের যৌথ সভা শেষ মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এ ঘোষণা দেন।

সোমবার সন্ধ্যায় রওশন এরশাদের বাসভবনে জরুরি বৈঠকে বসেন জাতীয় পার্টির সংসদীয় দলের কয়েকজন সদস্যসহ জ্যেষ্ঠ নেতারা। দলটির অন্তত ৩৫ নেতার আলোচনা শেষে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব জিয়াউদ্দীন বাবলু।

চেয়ারম্যান এরশাদের নিষ্ক্রিয়তার কারণে তার পরিবর্তে রওশনকে চেয়ারম্যান ভারপ্রাপ্ত করার সিদ্ধান্ত হয়েছে।

এরশাদ এবং তার ভাই জিএম কাদেরের অনুপস্থিতেই এ ঘোষণা দেয়া হয়। এর একদিন আগেই রংপুরে জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা দেন এরশাদ।

সোমবারের বৈঠকের খবর পেয়ে রংপুরে অবস্থানরত এরশাদ সাংবাদিকদের বলেন, তাকে বাদ দিয়ে রওশনকে দলের চেয়ারম্যান ঘোষণার এখতিয়ার দলের নেই।

জিএম কাদেরকে আকস্মিকভাবে দলের কো চেয়ারম্যান করায় ক্ষুব্ধ ছিলেন দলটির অধিকাংশ নেতা। এরই ধারবাহিকতায় এরশাদকে চেয়ারম্যান পদ থেকে সরানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

আর এর মধ্য দিয়ে এরশাদ ও রওশনের র্দীঘদিনের বিরোধ আবারো প্রকাশ্য হলো।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top