ইসরাইলি ড্রোনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভূপাতিত করেছে লেবানন। বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের নবতিয়েহ শহরে এটি ভূপাতিত করা হয়। লেবাননের আল মায়াদিন টিভির বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক এ তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, লেবানন সীমান্তে থেকে বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল তবে ড্রোনটির কোনো ক্ষতি হয়নি।
ইসরাইলি ড্রোন ভূপাতিত করার সংবাদ লেবাননি আল-মায়াদিন টিভি প্রচার করার পর ইসরাইলি বাহিনীর সামরিক মুখপাত্র এক টুইটবার্তায় এমন দাবি করেন।
Share!