ব্যাটে-বলে মলিন একটি রাত কাটালেন সাকিব আল হাসান। আর জয় পায়নি তার দল বার্বাডোজ ট্রাইডেন্টসও। তবে আসরে আরেকটি সুযোগ পাচ্ছেন সাকিব। রোববার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) প্রথম কোয়ালিফায়ারে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৩০ রানে হার দেখে সাকিবের দল বার্বাডোজ। বল হাতে চার ওভারের স্পেলে ৪৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। বল হাতে সাকিবের শুরুটা খারাপ ছিল না। নিজের শুরুর তিন ওভারে সাকিব দেন ১৭ রান। তবে সাকিবের শেষ ওভারে ২৯ রান তুলে নেয় গায়ানার ব্যাটসম্যানরা।
Share!