Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

কাশ্মির নিয়ে ইমরান খানের হুমকি !

কাশ্মির সংকটের সমাধান না হলে উপত্যকায় রক্তগঙ্গা বইবে। দুটি পরমাণু শক্তিধর প্রতিবেশির মধ্যেও যুদ্ধ অবধারিত | জাতিসংঘে দেয়া ভাষণে এ ভয়াবহ পরিণতির ব্যাপারে ভারতকে সতর্ক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।

জাতিসংঘের ভাষণে পাকিস্তানের প্রদানমন্ত্রী ইমরান খান বলেন ”  সেনা উপস্থিতি আর অবৈধ থাকার ফলে বুজা যাচ্ছে না কাশ্মিরবাশিদের ক্ষোভ । সেটি রক্তক্ষয়ী প্রকাশঘটলে , দুই পরমাণু শক্তিদর রাষ্ট্রের মধ্যে যুদ্ধ অনিবার্য  ।কাশ্মিরবাশিদের সাথে পশুদের মত আচরণ করা হচ্ছে । সেখানে ১৩০০০ কিশরকে গুম করা হয়েছে । ”

সে আরও বলে , ”  জাতিসংঘের জন্য এটা সবচেয়ে বড় পরিক্ষা  কারন , সংস্থার উদ্যোগে কাশ্মিরিরা ফিরে পেতে পারে তাদের অধিকার ও  সুষ্ঠু বিচার ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top