Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জাকিরুল ইসলাম সান্টুর শুভেচ্ছা।

২৮ সেপ্টম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব  এ্যাডঃ মোঃ জাকিরুল ইসলাম (সান্টু) । স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুনেছা মুজিবের জ্যেষ্ঠ  সন্তান শেখ হাসিনা।  ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করা জননেত্রী ৭৩তম বর্ষে পদার্পণ করলেন। বঙ্গবন্ধুর আদর্শের পতাকা বহণ করে। মানুষের অর্থনৌতিক মুক্তি, গণতন্ত্র প্রতিষ্টা, বৈশ্বিক মানবিক দর্শন ও দারিদ্রা দুরীকরণের কল্যাণকর দিকনির্দশনার জন্য আজ তিনি অনন্য নেতায় পরিণত, শুভ জন্মদিন হে মহান নেতা শেখ হাসিনা। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট জয়লাভ করে। সংসদীয় দলের নেতা হিসেবে জানুয়ারী ৬,২০০৯-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন।  এ নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের ভিত্তি ছিল একটি যুগোপযোগী মানিফেষ্টো যাকে শেখ হাসিনা আখ্যা দিয়েছিলেন রুপকল্প ২০২১।  এতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর অর্থাৎ ২০২১ সাল নাগাদ দেশের বিভিন্ন খ্যাতে অগ্রগতির লক্ষ্যমাত্রা নির্দেশিত ছিল। এ সময়ে শেখ হাসিনার সরকারের উল্লেখযোগ্য অর্জন গুলোর মধ্যে বিদ্যুৎতের উৎপাদন ক্ষমতা ১২,২৬০  মেগাওয়াট উন্নীকরণ, গড়ে ৭ শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জন ৫ কোটি মানুষেকে মধ্যবিত্তে উন্নীকরণ ভারত ও মিয়াণমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের নিস্পতি , প্রতিটি ইউনিয়নে, ডিজিটাল সেন্টার স্থাপন মাধ্যমিক পর্যায় পযন্ত শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কৃষকদের কৃষিকার্ড এবং ১০ টাকায় ব্যাংক হিসাব খোলা, বিনা জামানতে বর্গাচাষিদের ঋণ প্রদান, চিকিৎসাসেবার জন্য সারাদেশে প্রায় সাড়ে ১৬ হাজার কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, ২০০৬ সালের ৩৮,৪ দারিদ্রের হার থেকে ২০১৩-১৪ বছরে ২৪,৩ শতাংশে হ্রাস প্রভূতি। আর যুদ্ধাপরাধীদের বিচার  প্রকিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে শেখ হাসিনা তাঁর নেতৃত্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। শান্তি প্রতিষ্টায় গণতন্ত্রকে প্রতিষ্টানিক রুপদান এবং আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য বিশ্বের অনেক বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্টান শেখ হাসিনাকে বিভিন্ন ডিগ্রী এবং পুরস্কার প্রদান করে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচী ক্ষুধার বিরুদ্ধে আন্দোলনের  অবদানে স্কীকৃতিস্বরুপ শেখ হাসিনাকে সর্ম্মানজনক,, সেরেস,, মেডেল প্রদান করে । সর্বভারতীয় শান্তিসংঘে শেখ হাসিনাকে ১৯৯৮ সালে,, মাদার তেরেসা,, পদক প্রদান করে।  পশ্চিমবঙ্গ সর্বভারতীয় কংগ্রেস ১৯৯৭ সালে তাঁকে নেতাজি সুভাষ চন্দ্র বসু স্মৃতি পদক প্রদান করে।  ২০১৪ সালে ইউনেসস্কো তাকে শান্তির বৃক্ষ এবং ২০১৫ সালে ইউকেন ইন পার্লামেন্ট ফোরামে নারীর ক্ষমতায়ণের জন্য তাকে রিজিওনাল লিডারশীপ পুরস্কার এবং গ্রোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট এক্সপো -২০১৪ ভিশনারি পুরস্কারে ভূষিত করে। জাতিসংঘ পরিবেশ উন্নয়ন কর্মসূচী দেশে এবং আন্তজাতিক পর্যায় পরিবেশ এবং টেকসই উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য লিডারশিপ  ক্যাটাগরিতে শেখ হাসিনাকে তাদের সর্বোচ্চ পুরস্কার ,,চাম্পিয়ন অব দ্য আর্থ-২০১৫,, পুরস্কারে ভূষিত করেছে।  এ ছাড়া টেকসই ডিজিটাল কর্মসূচী বাস্তবায়নের জন্য International Telecommuniation  Union (I TU) শেখ হাসিনাকে Icts  in sustainable Develoment Award 2015  প্রদান করে।  সর্বশেষ তাঁর ৭৩তম জন্মদিনের প্রাক্কালে জাতিসংঘ অধিবেশনে,, ভ্যাকসিন হিরো,, পুরস্কার লাভ করেন। শেখ হাসিনা বিশ্বের অন্যতম ক্ষমতাশালী ব্যক্তি হিসেবে নির্বাচিত।  এ ছাড়া যুক্তরাষ্টভিত্তিক ফরেইন পলিসি নামক সাময়িকীর করা বিশ্বব্যাপী শীর্ষ ১০০ বৈশ্বিক চিন্তাবিদের তালিকায় শেখ হাসিনা জায়গা করে নিয়েছেন। তিনি বিশ্ব নারী নেত্রী পরিষদের একজন সদস্য, যা বর্তমান ও প্রাক্তন নারী রাষ্টপতি ও প্রধানমন্ত্রীদের একটি আন্তজাতিক নেটওয়ার্ক। আবার বিশ্বের যে ক,জন নেতা সর্বোচ্চ ঝুকির মধ্যে আছেন তার মধ্যেও শেখ হাসিনার নাম প্রথম সারিতে।  গিপপু খানের পরিচালনায়,, হাসিনা এ ডটারস ট্রেন,, নামক তথ্যচিত্রে রাষ্টনায়ক শেখ হাসিনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাঁর জীবন রাষ্টদর্শন ও রাজনীতি নিয়ে রচিত হয়েছে জনপ্রিয় ও গবেষনার্ধী পুস্তক। শেখ হাসিনা গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, সামগ্রিক প্রবৃত্তি ও অগ্রগতিতে বিশ্বাসী এবং দারিদ্রা  বিমোচনের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন তাঁর জীবনের প্রধানতম লক্ষ্য। এ লক্ষ অর্জনে তাঁর রাষ্টদর্শনের বর্ণাঢ্যময়তাই শেখ হাসিনাকে বিশ্বের অনন্য নেতায় উর্ত্তীণ করেছে। তাঁর জীবন আরো ইতিবাচক বর্ণাঢ্য হয়ে উঠুক ৭৩তম জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top