২০১২ সালে প্রকাশ হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সির একক অ্যালবাম ‘রঙ’। শারমিন সুলতানা সুমির লেখা অ্যালবামের ‘ঝরা পাতা’ শিরোনামের গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায়। ৭ বছর পর সেই গানটির কথা-সুর ঠিক রেখে নতুন করে আবারও তৈরি করলেন সংগীত পরিচালক হাবিব।
পিয়ানো ভার্সনের এই গানটির ভিডিও প্রকাশ পেয়েছে ২৬ সেপ্টেম্বর হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে। ভিডিওতে পিয়ানো নিয়ে মুখোমুখি পাওয়া গেছে হাবিব-ন্যান্সি দুজনকেই। গানটি প্রকাশের পর থেকে গানটি শেয়ার হচ্ছে প্রচুর।
পুরনো গান নতুন করে জীবন পেল এ প্রসঙ্গে হাবিব বলেন, পুরনো গানগুলোকে নতুন করে তৈরির প্রক্রিয়া অনেক দিন ধরেই চলছে। কিন্তু অনেক গানের স্বত্ব আমার কাছে নেই বলে পারছি না। জনপ্রিয়তা ধরার জন্য আমি কিন্তু এই কাজগুলো করছি না।
আমার দেখার আগ্রহ, ২০১২ সালে যে গানটি আমরা করেছি, সেটি এই সময়ে এসে গাইতে গেলে বা কম্পোজ করতে গেলে কেমন দাঁড়ায়? অথবা শ্রোতারাই বা সেটিকে কীভাবে মূল্যায়ন করেন।