চট্টগ্রামের পতেঙ্গা ও ঢাকা বিমানবন্দর থেকে ২৮ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালান বলে জানিয়েছে তারা। অভিযানে চোরাচালান চক্রের প্রধানসহ তিন জনকে আটক করা হয়েছে।
গত ১৭ জানুয়ারি থেকে চট্টগ্রামের পতেঙ্গার গভীর সমুদ্র এলাকার বিভিন্ন ট্রলারে অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সাথে ঢাকা বিমানবন্দর থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইয়াবা উদ্ধারের পর র্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এসময় তিনি আরোও জানান গত বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৮৮ লাখ ৬৬ হাজার ৫৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।