মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ষাট বছরই থাকছে। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ সময় জাতীয় ই-সেবা আইন ২০১৬ উপস্থাপন করা হলেও তা যাচাই বাছাই করে পুনরায় উপস্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক শেষে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘এই সরকারই মুক্তিযোদ্ধাদের বয়স ৫৭ থেকে বাড়িয়ে ৬০ বছর করেছে। বয়স বাড়ানোর বিষয়টি আর মন্ত্রিসভায় বিবেচিত হয়নি।’
Share!