রাজশাহীর বাগমারা উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় হতদরিদ্র মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রি করা শুরু হয়েছে।১৬-০৯-২০১৯ ইং সোমবার বেলা ১১ টায় উক্ত চাউল বিক্রয় কর্মসূচী উদ্বোধন করেন ১২নং ঝিকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ ফৌজদার । উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝিকরা জোয়ানভাগ মোড়ে ডিলার মোঃ শহিদুল ইসলাম প্রাং এর দোকানে আনুষ্টানিক ভাবে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয় শুরু করা হয়েছে। এ সময় এলাকার প্রায় ১০০ শত পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। উক্ত চাউল বিতরণ আনুষ্টানে আরো উপস্তিত ছিলেন বাগমারা উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান, কৃষি উপ-সহকারী এস এম আমিনুল হক ,ঝিকরা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঝিকরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মানিক প্রাং, মোঃ আঃ সাত্তার মেম্বার,মোঃ লুৎফর রহমান মেম্বার, মোছাঃ আছিয়া বেগম মাহিলা সদস্য, মোঃ রেজাউল করিম । উক্ত চাউল বিতরণ অনুষ্টানে মোঃ আব্দুল হামিদ ফৌজদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল এই সরকারের সময় কোন অসহায় মানুষ না খেয়ে থাকবে না তাই সরকার ১০ টাকা কেজি দরে চাউল বিতরণ করছে। এ সময় আরো উপস্তিত ছিলেন মোঃ জাহাগীর আলম, মোঃ হানিফ , মোঃ মোজাফর হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
বাগমারায় ঝিকরা ইউনিয়নে ১০ টাকা কেজি চাউল বিতরণ কর্মসূচীর উদ্বোধন।
Share!