টঙ্গীতে ছিনতাইকারীদের ছুড়িকাঘাতে মো. কামরুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর চারটায় কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কামরুল নাটোর জেলার সদর থানার শ্রীকৃষ্ণপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। টঙ্গী পুর্ব থানা সুত্রে জানা যায়, কামরুল ইসলাম ঢাকা থেকে আত্মীয়র বাসায় যাওয়ার জন্য কলেজগেট এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিল। এসময় বেশকিছু চিতাইকারী তার গতিরোধ করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে লাশ থানায় নিয়ে যায়। ওসি মো. কামাল হোসেন জানান, লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
Share!