আজিঙ্কা রাহানে সেঞ্চুরি ছুঁলেন। হনুমা বিহারী ৭ রানের জন্য আক্ষেপে পুড়লেন। এরপর জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা ও মোহাম্মদ সামির তোপ। তাতে চার দিনেই ম্যাচ ভারতের।অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৮ রানের বড় জয় তুলে সিরিজে এগিয়ে গেছে কোহলির ভারত।প্রথম ইনিংসে ২৯৭ তুলে অলআউট হয়েছিল ভারত। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২২২ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৪৩ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। পরে ৪১৯ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে ১০০ রানেই প্যাকেট স্বাগতিকরা।স্বাগতিকদের মাত্র তিন ব্যাটসম্যান দুঅঙ্কের দেখা পেয়েছেন। প্রথম আট ব্যাটসম্যানের মধ্যে মাত্র একজন। রোস্টন চেজের ১২ রান। শেষদিকে পেসার কেমার রোচ ৩৮ ও মিগুয়েল কামিন্স অপরাজিত ১৯ রান না করলে বড় লজ্জাতেই পড়ত ক্যারিবীয়রা।ভারতের হয়ে সবচেয়ে সফল বুমরাহ। ৮ ওভার বল করে মাত্র ৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ইশান্ত শর্মার দখলে ৩১ রানে ৩ উইকেট। উইকেট কাড়াকাড়ির দিনে ১৩ রানে সামির ঝুলিতে গেছে ২টি।
রাহানের সেঞ্চুরির পর বেশি অপেক্ষা করাননি বুমরাহ-ইশান্ত
Share!