Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ডেঙ্গু রোগী সামাল দিতে ঢামেকে ৫০টি আইসিইউ সংযোজনের সিদ্ধান্ত

দেশে ডেঙ্গু রোগী বৃদ্ধি পাওয়ায় ঢাকা মেডিকেল হাসপাতাল ও কলেজে নতুন ৫০ টি আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বেড সংযোজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ঈদের ছুটিতে কমিউনিটি ক্লিনিকের সার্বক্ষণিক সেবা চালু রাখার জন্য প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক নিশ্চিত করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মঙ্গলবার ঢাকায় ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত আলোচনা সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভায়  ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন তাদের করণীয় বিষয়ক একটি সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তটি বিটিআরসির মাধ্যমে সাধারণ জনগণের কাছে এসএমএস দিয়ে ছড়িয়ে দেয়া হবে। সেইসঙ্গে  ঈদের ছুটিতে সকল সরকারি-বেসরকারি হাসপাতালের হেল্প ডেস্ক খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুসারে জেলা ও উপজেলা পর্যায়ের ডেঙ্গু রোগীকে স্থানীয়ভাবে ন্যাশনাল গাইড লাইন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করতে হবে। সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক  অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, এমআইএস’র পরিচালক ডা. সমীর কান্তি সরকার, হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্টর-এর লাইন ডিরেক্টর ডা. সত্যকাম চক্রবর্তী, জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উপ-ব্যবস্থাপক ডা. এমএম আকতারুজ্জামান প্রমুখ।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top