Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মানিকগঞ্জে কাফনের কাপড় পাঠিয়ে ৪ জনকে হত্যার হুমকি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক সমরেন্দু সাহা লাহোরসহ চারজনকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন  আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি )। এ ব্যাপারে সাটুরিয়া থানায় নিরাপত্তা চেয়ে সমরেন্দু সাহা লাহোর একটি সাধারণ ডায়রি করেছেন ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাটুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দু সাহা লাহোর এর ঠিকানায়  ডাকযোগে একটি চিঠি আসে। ওই চিঠির মধ্যেই  বালিয়াটী উদীচী শাখার সভাপতি আবুল হোসেন, বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রুহুল আমিন ও বালিয়াটী রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পরিমুক্তানন্দকে কাফনের কাপড় দেয়া হয়। এতে বলা হয় তোমরা আমাদের  পরবর্তী  টার্গেট, প্রস্তুত থাকো।
এ ব্যাপারে সাটুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক সমরেন্দু সাহা লাহোর যুগান্তরকে জানান, তিনি মঙ্গলবার বিকালে চিঠিটি পেয়েছেন।সাটুরিয়ার বালিয়াটি ডাকঘর থেকে তাকে ডেলিভারি করা হয়েছে। তিনি জানান, শুরু আরবি হরফ দিয়ে পরে কম্পিউটারের টাইপ এবং শেষের দিকে হাতের লেখাও রয়েছে। চিঠির মধ্যে কাফনের কাপড় পিন দিয়ে আটকিয়ে দেয়া হয়। ওই চিঠিতে লেখা রয়েছে, আল্লাহু আকবর। তোমরা সীমা লংঘন করো না, আল্লাহ সীমা লংঘনকারীকে পছন্দ করেন না। তোমরা পাপিষ্ট, প্রতারক। আমাদের পরবর্তী টার্গেট তোমরা। প্রস্তুত থাকো।
তবে এই চিঠিকে কোন জঙ্গি সংগঠনের কার্যকলাপ বলে মনে করছেন না সমরেন্দু সাহা। ‘আনসারুল্লাহ বাংলা টিমে’র নামে স্থানীয় কোন ব্যক্তির পাঠানো হতে পারে বলে জানান তিনি।
তিনি আরও জানান, তাকে মানসিকভাবে টর্চার করার জন্য দুর্বৃত্তরা এই চিঠিটি পাঠিয়েছে।
এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুল্লাহ সরকার জানান, মঙ্গলবার রাতে হুমকি পাওয়া ধর্মযাজকসহ চারব্যাক্তিই থানায় এসেছিলেন। পুজা উদযাপন কমিটির সভাপতি সমরেন্দু সাহা লাহোর একটি ডায়রি করেছেন। আমার বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি।
Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top