Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

মান্দায় বাঁধ ভেঙে আত্রাই -বাগমারার আরো গ্রাম প্লাবিত

রেজাউল করিম আত্রাই প্রতিনিধিঃ নওগাঁর মান্দার বন্যানিয়ন্তণ বাঁধ ভেঙে আত্রাই-বাগমারার আরো গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আত্রাই নদীর ডান তীরে উপজেলার কশব ইউনিয়নের চকবালু নামকস্থানে বাঁধটি ভেঙে যায়। এতে অন্তত অধ্যলক্ষাধিক মানুষ পানি বন্দি হয়ে পড়েছেন।  তলিয়ে গেছে খেতের ফসল। বসতবাড়িতে পানি প্রবেশ করায় ঘরের আসবাসপত্র ও মালামাল নিয়ে চরম বিপাকে পড়েছে দূর্গত এলাকার মানুষ। বাঁধটি ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে পূর্বমান্দার  সবধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েকদিনের একটানা বর্ষণ  ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে আত্রাই নদীর পানি জোতবাজার পয়েন্টে বিপদ সীমার ১০০ সেন্টিমিটার  ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে আত্রাই ও ফকির্ণী  নদীর উভয় তীরে বন্যানিয়ন্তণ বাঁধের অন্তত ৩০ টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।  এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আত্রাই নদীর ডান তীরে সুজনসখী খেয়াঘাট সংলগ্ন এলাকায় বাঁধের ভিতর  দিয়ে পানি পার হতে থাকে। এ সময় স্থানীয় প্রশাসন এলাকাবাসীর সহায়তায় বাঁধটি মেরামত করে টিকিয়ে রাখা হয়েছে। এদিকে নদীর অবস্থায় স্থানীয়রা রাতে পাহারা বসিয়ে বাঁধের ঝুঁকিপূর্ণ  স্থান টিকিয়ে রাখার সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাত ২ টা দিকে জোতবার -আত্রাই রাস্তার চকবালু নামকস্থানে ইদুরের গর্ত দিয়ে পানি পার হতে থাকে। কিন্ত পানির প্রবল চাপের কারণে বাঁধটি টিকিয়ে রাখা সম্ভব হয়নি।  ইতিমধ্যে পানির তোড়ে মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ভরট্র শিবনগর দাসপাড়া চকরামপুর শহরবাড়ি কর্ণভাগ আত্রাই উপজেলার বান্দাইখাড়া চকশিমলা পাহাড়পুর হাটুরিয়া কোচুয়া জিয়ারিগ্রাম পাইকড়া বড়াইকুড়ি বিলবাড়ি গোয়ালবাড়ি ব্রামনী গ্রাম গন্ডগোহালী সোলিয়া কালিকাপুর দিঘা কাশুপাড়া আটগ্রাম শুটকিগাছা বজরপুর সিংসাড়া বাগমারা উপজেলার বড়বিহানালী ইউনিয়নের বড়কয়া ছোটকয়া খালিশপুর বাঘাবাড়ি বেড়াবাড়ি বাগান্না, ঝিকরা ইউনিয়নের রনশিবাড়ি রায়সেনপাড়া মাধাইমুড়ি কয়রা বাড়ি খালিশপাড়া শিবদেবপাড়া  ঝাড়গ্রাম খোর্দ্দঝিনা  নারায়ণবাড়ি নামকান মরুগ্রাম ডাঙ্গাপাড়া বারুইপাড়া গ্রামে বিস্তীর্ত এলাকা প্লাবিত হয়েছে। মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান জানান বন্যা কবলিত এলাকায় মাইকিং করে সচেতনাতা গড়ে তোলা হচ্ছে। স্থানীয় বাসীন্দারদের গবাদিপশু সহ উঁচু স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে। এ ছাড়া দুর্গত এলাকায় অসহায় মানুষকে দ্রত ত্রাণ সহায়তা বিশেষ করে খাবার ও খাবার পানি পৌছে দিতে প্রস্ততি নিচ্ছে উপজেলা প্রশাসন। তিনি আরো জানান উপজেলা প্রশাসন ছাড়াও দুর্গত এলাকায় উদ্ধার অভিযান ও অন্যান্য প্রয়োজনে ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টিম প্রস্তত রাখা হয়েছে।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top