দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলছে, শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। নতুন বেতন কাঠামোর বৈষম্য দূর ও সিলেকশন গ্রেড বহালের দাবিতে, সকাল থেকে এই কর্মসূচি শুরু করেন তারা।
শিক্ষক নেতারা বলছেন, দাবি পূরণে, সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে, এই পদক্ষেপ নিয়েছেন। এতে দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ও কোর্স ফাইনাল নেয়া হচ্ছে।
Share!