Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বিমানের হজ ফ্লাইট টিকিট বিক্রি শুরু

আগামী ৪ জুলাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরু হবে। এজন্য আজ সোমবার থেকে  সংস্থাটি হজ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করেছে বলে জানা গেছে ।

বিমান জানিয়েছে, এ বছরই প্রথম ঢাকা থেকে মদিনায় ১১টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া, চট্টগ্রাম থেকে জেদ্দা ১০টি, সিলেট থেকে জেদ্দায় ৩টি, চট্টগ্রাম থেকে মদিনায় ৭টি হজ ফ্লাইট পরিচালনা করা হবে। বাকি ১২৬টি ফ্লাইট ঢাকা থেকে জেদ্দায় হজযাত্রীদের নিয়ে যাবে। এ বছর হজ ফ্লাইটে নিজস্ব বোয়িং ৭৭৭ ৩০০ উড়োজাহাজ ব্যবহার করবে বিমান। হজ ফ্লাইট চলাকালীন নিয়মিত শিডিউল ঠিক রাখতে দুটি উড়োজাহাজ স্বল্প মেয়াদে লিজ নেবে বিমান।

সংস্থাটি আরো জানায়, এ বছর হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় করা হবে। ফলে সৌদি আরবে গিয়ে ইমিগ্রেশনের জন্য তাদেরকে আর লাইনে দাঁড়াতে হবে না। তবে এ কারণে ফ্লাইটের একদিন আগেই হজযাত্রীদের তথ্য সৌদি আরবে পাঠাতে হবে। সে সময়ের পর ফ্লাইটে নতুন করে যাত্রী নেওয়া যাবে না। একই সঙ্গে নির্ধারিত শিডিউলের বাইরে অতিরিক্ত স্লট দেবে না সৌদি সরকার। বিগত হজ স্লটের জটিলতা, শিডিউল ঠিক না রাখার কারণে এক লাখ সৌদি রিয়াল জরিমানা দিয়েছিল বিমান। জটিলতা এড়াতে এ বছর কোনও যাত্রী হজ ফ্লাইটের যাত্রা বাতিল করলে, সময় পরিবর্তন করলে জরিমানা আদায় করবে বিমান।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ গণমাধ্যমকে বলেন, ‘সুষ্ঠুভাবে হজ ফ্লাইট পরিচালনা করতে বিমানের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। হজ এজেন্সি ও হজযাত্রীরা যথাসময়ে ফ্লাইটের টিকিট সংগ্রহ করলে কোনও ধরনের জটিলতা হবে না।’

তিনি আরও বলেন, ‘কোনও যাত্রী বিজনেস ক্লাসের আসনে বসতে চাইলে ওয়ানওয়েতে অতিরিক্ত ২০০ ডলার, রাউন্ড ট্রিপে ৩০০ ডলার খরচ করতে হবে। অন্যদিকে, কোনও যাত্রী তার যাত্রা বাতিল করলে  ৩৫০ ডলার জরিমানা আদায় করা হবে। যাত্রার তারিখ পরিবর্তন করলে ২০০-৩০০ ডলার চার্জ কাটা হবে।’

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top