Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

শোলে ছবির আসরানি মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  ‘শোলে’ ছবির আসরানির সঙ্গে তুলনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। বিখ্যাত ছবি ‘শোলে’র প্রতিটি দৃশ্য সকলের চোখের সামনে ভাসে। ওই ছবিতে জেলারের চরিত্রে অভিনয় করেছিলেন আসরানি। তিনি দিনরাত ঘুরতে-ফিরতে ইংরেজ শাসনকালের কথা টেনে আনতেন। নির্বাচনী জনসভায় সেই চরিত্রের সঙ্গে মোদির তুলনা করলেন প্রিয়াঙ্কা গান্ধী।

জনসভায় জনতার উদ্দেশ্যে প্রিয়াঙ্কা বলেন, আপনার কি শোলে দেখেছেন? আসরানির কথা মনে আছে? তিনি সবসময় ইংরেজ শাসনকালের কথা বলতেন। মোদিও ঠিক একইভাবে জওহরলাল নেহেরু এবং রাজীব গান্ধীর কাজ নিয়ে আলোচনা করেন। কেন তিনি গত পাঁচ বছরের নিজের কাজ নিয়ে আলোচনা করেন না?

আসরানির সঙ্গে তুলনা টানার পাশাপাশি গান্ধী পরিবারের কন্যা মোদিকে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন।

তিনি বলেন, আপনাকে দিল্লির মেয়ে চ্যালেঞ্জ করছে। শেষ দফার নির্বাচনের আগে জিএসটি, নোটবন্দি, নারীসুরক্ষা এবং অবাস্তবায়িত প্রকল্পগুলি নিয়ে আলোচনা করুন৷

বেশ কয়েকদিন আগে রাজস্থানের একটি জনসভায় নাম না উল্লেখ করে জওহরলাল নেহেরুকে আক্রমণ করেছিলেন মোদি।

সে সময় মোদি বলেছিলেন,যিনি পোশাকে গোলাপ লাগিয়ে ঘুরতেন তাঁর নিজের বাগান সম্পর্কে ধারণা রয়েছে। তবে কৃষকদের ক্ষেত সম্বন্ধে তাঁর কোনও ধারণা নেই। সে কারণে এতো দুর্দশা তাঁদের। পাশাপাশি রাজীব গান্ধীকে দুর্নীতিগ্রস্ত বলেও কটাক্ষ করেন মোদি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top