সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে কোটা শিথিলের প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানিয়েছেন।
শফিউল আলম বলেন, ৩৪ তম বিসিএসে কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে ৬৭২টি শূন্যপদ রয়েছে। এই পদগুলো ৩৫ তম বিসিএসের মেধা তালিকা থেকে অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করা হবে।
তিনি আরো বলেন, ৩৫ তম বিসিএসেও কারিগরি ও পেশাগত ক্যাডারে কোটার বিপরীতে যোগ্য লোক না পাওয়া গেলে সেগুলোও এই বিসিএসের মেধা তালিকা থেকে পূরণ করা হবে।
পদ-সংরক্ষণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি জারি করা স্মারকের শর্ত এককালীন শিথিল করার মাধ্যমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রসঙ্গত, ৩৫ তম বিসিএসের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে এখনও এর ফলাফল প্রকাশ করা হয়নি। ৩৬ তম বিসিএসেরও প্রিলিমিনারি গত শুক্রবার অনুষ্ঠিত হয়।