জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে ফেসবুকে অকথ্য ভাষায় গালাগালি করায় ডা. মৌমিতা জাহান জুলিসহ ছয় চিকিৎসকের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মাশরাফি সম্প্রতি নড়াইল সদর হাসপাতাল পরিদর্শন করতে গেলে হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি দেখতে পান। গত ২৫ এপ্রিল পরিদর্শনকালে হাজিরা খাতায় তিন চিকিৎসকের স্বাক্ষর না দেখে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর এবং পরে অনুপস্থিত সার্জারি বিশেষজ্ঞ ডা. আকরাম হোসেনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মাশরাফি।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর চিকিৎসকসহ অন্যান্যদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে অনেক চিকিৎসক মাশরাফির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
মাশরাফিকে গালাগালি করে সে ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. জুলি লিখেছেন, ‘Kuttar baccha mashrafi . . . mp houal pasay tel jomse, ম্যাশ তোমাকে নামিয়ে দিলাম , তুমি আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছ, এখন থেকে তুমি একজন worthless MP ছাড়া আমার কাছে আর কিছুই না . . .’
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শামীমা নাসরীন স্বাক্ষরিত পত্রে মঙ্গলবার চিকিৎসকদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।
একজন সরকারি কর্মকর্তা হিসেবে এ আচরণ অনুচিত ও অনভিপ্রেত উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালার পরিপন্থী যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) মোতাবেক ‘অসদাচরণ হিসেবে গণ্য। তাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) মোতাবেক অসদাচরণের দায়ে অভিযুক্ত করে কেন উক্ত বিধিমালার অধীনে যথোপযুক্ত দণ্ড প্রদান করা হবে না তা এ নোটিশ প্রাপ্তির ৩ (তিন) কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ দেওয়া চিকিৎসকরা হলেন নওগাঁ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মৌমিতা জলিল জুলি, চট্রগ্রাম মেডিকেল কলেজের হেমাটো অনকোলজি বিভাগের অধ্যাপক ডা. এ কে এম রেজাউল করিম, ঢাকা মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক,ডা. পঞ্চানন দাশ, বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিকসের রেজিষ্ট্রার ডা. আইরিন আফরোজ ও মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. ফাহমিদী হাসান ।