Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রীর ছেলেসহ নিহত ৭

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু ও সেতুসংলগ্ন এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শরীফ রানাসহ সাত নিহত হয়েছেন।এতে পুলিশসহ ৩০জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ভূমিমন্ত্রীর ছেলে শরীফ রানার পরিচয় জানা গেছে। তিনি মাইক্রোবাসে ঢাকায় যাচ্ছিলেন। নিহত অন্যদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন উপজেলায় বলে জানান বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখেরুজ্জামান।

তিনি জানান, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর উপর ও আশপাশের এলাকায় ভোর-রাত থেকে দুর্ঘটনা ঘটতে থাকে। দুর্ঘটনা কবলিত গাড়ির মধ্যে রয়েছে পুলিশের পিকআপ ভ্যান, এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি, বাস ও ট্রাক। তবে নিহত সাতজন বাস ও মাইক্রোবাসের যাত্রী। এসময় আহত হয়েছে পুলিশসহ ৩০জন।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ সদস হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকেই সেতুর এক লেনে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ করছে বলে জানান তিনি।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top