Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

নেইমারকে দেখেই সুস্থ পেলে!

পেলে ছিলেন হাসপাতালে। তাঁকে দেখতে গিয়েছিলেন চোট পেয়ে মাঠের বাইরে থাকা ব্রাজিলিয়ান তারকা নেইমার। কে জানে হয়তো নেইমারকে দেখেই চাঙ্গা হয়ে উঠলেন পেলে! ঘণ্টাখানেক বাদেই সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন, জানালেন ‘কাজ করার জন্য প্রস্তুত।’

৭৮ বছর বয়সী পেলে মূত্রনালির প্রদাহের কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সপ্তাহখানেক আগে, এ জন্য তাঁকে আমেরিকান হসপিটাল অব প্যারিসে ভর্তি করা হয়েছিল। সেরে উঠে পেলে জানিয়েছেন, ‘আমি ভয়াবহ মূত্রনালির সংক্রমণে ভুগছিলাম, এ জন্য ডাক্তার দেখানো ও জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা দরকার ছিল। আমি সবার সহানুভূতি ও শুভ কামনার জন্য ধন্যবাদ জানাই।’ প্যারিস সেন্ত জার্মেইর হয়ে খেলা নেইমার এখন আছেন প্যারিসেই, তিনিও চোট থেকে সেরে ওঠার পর পুনর্বাসনপ্রক্রিয়ার ভেতর দিয়ে যাচ্ছেন। স্বদেশি কিংবদন্তিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন নেইমার, ছবি তুলে রাজা এবং রাজমুকুটের প্রতীকসহ পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। উবলো ঘড়ির একটি অনুষ্ঠানে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে অংশ নিতে প্যারিসে এসেছিলেন পেলে। মেইল অনলাইন

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top