জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। মঙ্গলবার দুপুরে এরশাদকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করানো হয় বলে আজ বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়।
সুনীল শুভরায় বলেন, ঠাণ্ডা এবং কাশি নিয়ে স্যার সিএমএইচ-এ ডাক্তার দেখাতে যান। ডাক্তার তাকে ভর্তি হওয়ার পরামর্শ দিলে তিনি হাসপাতালে ভর্তি হয়ে যান। এখন তার অবস্থা অনেকটা ভালো। দু-এক দিনের মধ্যেই তিনি বাসায় ফিরবেন। পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দোলোয়ার হোসেন খান বলেন, আমি তাকে দেখতে বুধবার রাতে হাসপাতালে গিয়েছিলাম। তার শারীরিক অবস্থা এখন ভালো।