Monday , 23 December 2024
সংবাদ শিরোনাম

ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য প্যানেল ঘোষণা করেছে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ সোমবার দুপুর পৌনে ৩টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল হাসান ও দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটয়ারি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এতে সহ-সভাপতি (ভিপি) পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের যুগ্ম-আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক (জিএস) শহীদ সার্জেন্ট জহরুল হক হলের যুগ্ম-আহ্বায়ক খন্দকার আনিসুর রহমান এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম-আহ্বায়ক খরশেদ আলমকে প্রার্থী করা হয়েছে।

এ ছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: জাফরুল হাসান নাদিম,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মাকসুদুর রহমান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক: কানেতা ইয়ালাম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: আশরাফুল আলম উজ্জল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মিনহাজ আহমেদ প্রিন্স, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: কাইয়ূম উল ইসলাম, ক্রীড়া সম্পাদক: মনিরুজ্জামান মামুন, ছাত্রপরিবাহন বিষয়ক সম্পাদক: মাহফুজুর রহমান চৌধুরী, সমাজ সেবা সম্পাদক: তৌহিদুল ইসলাম।

Share!

About newsfair

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top